থানার তদবিরবাজ নেতা ও কর্মকর্তাদের তালিকা করছে পুলিশ

আপডেট: জুলাই ২৭, ২০২৪, ১:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহী বিভাগে বেশ কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এগুলোর মামলা করেছে পুলিশ। আবার বেশকিছু মামলাও করেছে ক্ষমতাশীন দলের নেতারা। এসব মামলায় বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী গ্রেফতার হওয়ার পর ক্ষমতাসীন দলের নেতারাই তাদের ছাড়ানোর জন্য তদবির করছেন। শুধু নেতা নয় কিছু পুলিশ কর্মকর্তাও তদবির করছেন ছাড়ানোর জন্য। তদবিরবাজ এসব নেতাদের বিরুদ্ধে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ৭৫টি মামলা হয়েছে। এর বাইরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আটটি মামলা করেছেন। এসব মামলার এজাহারভূক্ত আসামী আছে প্রায় ১২০০ জন। অজ্ঞাত আসামী আছে কয়েক হাজার। তালিকার নির্দেশনা দিয়ে বিভাগের আট জেলার পুলিশ সুপারদের (এসপি) চিঠি দেওয়া হয়েছে। এসপিরা আবার এ নির্দেশনা দিয়েছেন থানায় থানায়। তদবিরবাজদের অতীত বিশ্লেষণ করে তাঁদের বিষয়ে করণীয় নির্ধারণে তালিকা সরকারের উচ্চপর্যায়ে পাঠাবে পুলিশ।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিভাগের আট জেলার বিভিন্ন থানায় বৃহস্পতিবার পর্যন্ত ৬৭টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি ৯৫১ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেক আসামি রয়েছে। আসামিদের মধ্যে ৯৫৬ জনকে ইতোমধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

রেঞ্জ পুলিশের বাইরে রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় মামলা হয়েছে ৮টি। এসব মামলায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানাগুলোর মামলার প্রতিটিতে এজাহারভুক্ত আসামি ২৫ থেকে ৩০ জন। এ মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামির সংখ্যায় প্রায় তিন হাজার।

পুলিশ জানিয়েছে, ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন সহিংস হয়ে ওঠে। পরে নগরীর বিভিন্ন স্থানের পাশাপাশি বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এবং সিরাজগঞ্জেরও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার ক্ষমতাসীন দলের একজন মেয়র সহিংসতার সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তিকে ছাড়াতে রীতিমতো পুলিশের এক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানেরও কানে এসেছে। এরপরই তদবিরকারকদের তালিকা করার সিদ্ধান্ত হয়েছে।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বলেন, নাশকতার মামলায় গ্রেফতার ব্যক্তির জন্য যেই তদবির করুক না কেন, তাদের তালিকা করার জন্য আমি রাজশাহী বিভাগের আট জেলার এসপির কাছে চিঠি দিয়েছি। এসপিরা থানার ওসিদের মাধ্যমে তালিকা করছেন। সে তালিকা আমার কাছে আসবে। আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। পাশাপাশি আমরা তাদের অতীত বিশ্লেষণ করে দেখে ব্যবস্থা নেব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, নাশকতাকারীদের আর্থিক সহায়তাকারী, মদদদাতা ও বিস্ফোরক সরবরাহকারীদের ধরতেও চলছে অনুসন্ধান। মামলাগুলোর তদন্তে অর্থ জোগানদাতাদের খুঁজে বের করতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া বিস্ফোরকদ্রব্য কীভাবে কে কোথা থেকে এনে কোথায় সরবরাহ করেছে, তারও তদন্ত চলছে। পুলিশের পাশাপাশি এসব বিষয়ে র‌্যাবও কাজ করছে। শুধু রাজশাহীতেই র‌্যাব ৫০ জনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, অগ্নিসংযোগের জন্য গানপাউডার ব্যবহার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এই বিস্ফোরক পদার্থ এনে সারা দেশে ছড়ানো হয়েছে কি না এবং এসব কর্মকা-ে রাজশাহী অঞ্চলের চিহ্নিত জঙ্গি ও আগুন সন্ত্রাসীরা জড়িত কি না—তা জানতে চলছে বিশেষ তদন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ