দিনাজপুরের এসপি চতুর্থবারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত

আপডেট: আগস্ট ১৪, ২০২০, ১০:১০ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি


যোগদানের ৮ মাসের মধ্যেই মাদকদ্রব্য উদ্ধার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য দ্রুত উদ্ঘাটনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখায় বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। এই নিয়ে তিনি চতুর্থ বারের মত শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশের রংপুর ডিআইজি দেবদাস ভট্টাচার্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের এসপি আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা প্রদান করেন।
জানা গেছে, চলতি বছরের জুন ও জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় আভিযানিক এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ জুনের জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন। এই নিয়ে এপ্রিল, মে ও জুন মাসে টানা ৪র্থবার শ্রেষ্ঠ পুলিশ সুপার বিবেচিত জন। তিনি দিনাজপুর জেলায় যোগদানের ৮মাসে ৪ বার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এই মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ বিশেষ পুরস্কারে ভূষিত হন।
ভিডিও কনফারেন্সে দিনাজপুর পুলিশ অফিস সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন দিনাজপুরের এসপি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ