দ্বিতীয় দিনেও ক্লাস হয় নি রুয়েটে

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্¦বিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীরা ‘অটো সিস্টেমে’ গতকাল বুধবারও কোন বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয় নি। তবে কিছু কিছু বিভাগে মানোন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এর আগে ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনীতে যোগদানের সুবিধার্থে ২১ জানুয়ারি রাতে রুয়েটের জিয়া হলের অতিথি কক্ষে সকল সিরিজের বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা ‘অটো সিস্টেমে’ দুই দিনের ক্লাস বর্জনের নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। বৈঠকে রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু উপস্থিত ছিলেন বলে জানা যায়। এর ফলে গত মঙ্গলবার ও বুধবার কোন বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।
রুয়েট সূত্রে জানা যায়, গতকাল ‘অটো সিস্টেমে’ কোন বিভাগেও ক্লাস না হলেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথমবর্ষের মানোন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ‘অটো সিস্টেমে’ ক্লাস বর্জন করতে বলায় আমরা এই দুইদিন ক্লাসে যাই নি। তবে শুনেছি কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেছিলেন, যারা ছাত্রলীগ করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ক্লাস মিস দিতে হয়। আমরা সাধারণ শিক্ষার্থীদের ‘অটো সিস্টেমে’ ক্লাস বর্জন করতে বলি নি। তারা নিজেরাই ক্লাস বর্জন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ