ধামইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২১, ১০:১০ অপরাহ্ণ

ধামইরহাট প্রতিনিধি:


নওগাঁর ধামইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির আয়োজনে এ সংবর্ধনার প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো.ইয়াছিন আলী। পৌরসভার নবনির্বাচিত মেয়র, তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন নারী কাউন্সিলর এবং নয়টি সাধারণ ওয়ার্ডের নয়জন কাউন্সিলরকে সংবর্ধনা প্রদান করা হয়। দলিল লেখক মো.কামরুজ্জামান বাদলের সঞ্চালননায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মো.আমিনুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাব রেজিষ্ট্রার মো.আব্দুল সালাম,নবনির্বাচিত পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা,জেসমিন সুলতানা,মাহবুব আলম বাপ্পী,মেহেদী হাসান প্রমুখ।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ধামইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো.আমিনুর রহমান পুনরায় নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ