শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পাবনা প্রতিনিধি:
ধুম বৃষ্টির মাঝে বাধ্য হয়ে ফসলের মাঠে জরুরি অবতরণ করে যাত্রীবাহী একটি হেলিকপ্টার। আর তা দেখতে ছুটে যায় উৎসুক মানুষ। বৃষ্টি থামার পর গন্তব্যে উড়ে যায় হেলিকপ্টারটি।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে পাবনার সাঁথিয়ার ক্ষেতুপড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, হেলিকপ্টারটি ছিল আকিজ গ্রুপের। পাবনার আতাইকুলায় তাদের একটি কারখানা রয়েছে। ঢাকা থেকে সেখানে যাওয়ার পথেই মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে (প্রচ- বৃষ্টি) পাইলট হেলিকপ্টারটি মিয়াপুর গ্রামের একটি ফসলের মাঠে জরুরি অবতরণ করান।
এদিকে, হেলিকপ্টার অবতরণের খবরে সেখানে ভীড় করে এলাকার হাজারো উৎসুক জনতা। আধা ঘণ্টা পর বৃষ্টি ছাড়লে হেলিকপ্টারটি গন্তব্যে যাত্রা করে।
এ বিষয়ে সাঁথিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সরকার জানান, ‘তারা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই হেলিকপ্টারটি গন্তব্যে ছেড়ে যায়।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনাস্থল মিয়াপুর থেকে ১০ কিলোমিটার দূরে আতাইকুলায় তাদের কারখানা পরিদর্শনে যাচ্ছিলেন আকিজ গ্রুপের কর্মকর্তারা। পথে প্রচ- বৃষ্টি কারণে পাইলট এটিকে জরুরি অবতরণ করান। বৃষ্টি ছাড়ার পর চলে যান তারা। তবে এতে হেলিকপ্টার ও পাইলট-যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।