নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে দুই তরুণ আটক

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ


নওগাঁ প্রতিনিধি:স্থগিত হওগাঁ নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জাল ভোট দিতে গিয়ে আটকরা হলেন, ধামইরহাট উপজেলার বীরগ্রামের সাজেদুরের ছেলে মাহমুদুর (১৯) ও একই এলাকার আব্দুল আলিমের ছেলে কারিমুল হোসেন (১৪)। এদের মধ্যে একজনের বুকে নৌকার ব্যাজ দেখা যায়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফুর রহমান। এর আগে সকাল ৮টা থেকে ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিকাল ৪টা পর্যন্ত।