নওগাঁয় লিটার চোলাই মদসহ ৭ মাদক কারবারী গ্রেফতার

আপডেট: জুলাই ১১, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১১ টায় নওগাঁর বদলগাছী থানার সাদীসপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ধৃত ব্যত্তিরা হলো- বদলগাছী থানার সাদীপুরের মৃত সুকা সরদারের ছেলে শ্রী আলিম (৩৮), মালঞ্চার হাবিবুর রহমানের ছেলে জুয়েল রানা (৪৬) সারঙ্গাপাড়ার মৃত গনির ছেলে শ্রী বিধান (৪০), খোজাগাড়ির মাকরু সরদারের ছেলে শ্রী রুপেন বাবু (৪০), বিশপাড়ার মৃত রতিলালের ছেলে শ্রী রঞ্জিত (৩৮), এবং জয়পুরহাট সদর থানার পাকুরজরিয়ার হাবিলের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০), ও বাশকাটার মন্টু কুমারের ছেলে শ্রী সোহেল কুমার (৪০)।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আলিম চিহ্নিত মাদক কারবারী, সে নিজ বসত বাড়িতে চোলাই মদ উৎপাদন করে বিদ্যুৎ, জুয়েল, বিধান, সোহেল, রুপেন ও রঞ্জিতদের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ১০-০৭-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন সাদীসপুর এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আলিম, বিদ্যুৎ, জুয়েল, বিধান, সোহেল, রুপেন ও রঞ্জিতদেরকে আটক করে।

পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে ০৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ