রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর নওগাঁ উপকেন্দ্রের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ জেলার প্রকৌশলীদের পরিবার হতে বদলিজনিত কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও আইইবি নওগাঁ উপকেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আল মামুন হক এবং অবসরজনিত কারণে পিবিএস-২ এর সিনিয়র জিএম প্রকৌশলী সন্তোষ কুমার সাহাকে আইইবি নওগাঁ উপকেন্দ্রের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করেন প্রকৌশলীরা। পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদকে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যানের দায়িত্বভার অর্পন করা হয়।
সভায় আগামী ০৯তারিখে সারা বাংলাদেশে আইইবির নির্বাচনের মাধ্যমে আইইবি সঠিক নেতৃত্বদানকারী নেতাদের নির্বাচিত করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়। যারা প্রকৌশলীদের এই সংগঠনকে উচ্চতার শিখরে নিয়ে যাবে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করার প্রতি তাগিদ দেয়া হয়। এছাড়াও প্রকৌশলীদের উপর সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জনানো হয়। এসময় জেলায় কর্মরত ও আইইবির সকল সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রকৌশলী ওবাইদুল ইসলামসহ নওগাঁ জেলার সকল প্রকৌশলীগণ। সভায় উপস্থিত প্রকৌশলীগণ আইইবি নওগাঁ উপকেন্দ্রকে সুসংগঠিত করার জন্য দিকনির্দশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রকৌশলীরা বলেন, আইইবি নওগাঁ উপকেন্দ্র নওগাঁ জেলার সকল প্রকৌশলীদের মাঝে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করেছে, এই সংগঠনটি নওগাঁ জেলায় কর্মরত প্রকৌশলীদের একটি পরিবার।
এসময় বুয়েটের সাবেক অধ্যাপক প্রকৌশলী ওবাইদুল ইসলাম বলেন, আইইবি প্রকৌশলীদের প্রাণের সংগঠন, এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটি প্রকৌশলীর দায়িত্ব। প্রকৌশলীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যার ফলে বাংলাদেশ উন্নত বিশ্বের সারিতে স্থান করে নিতে পারছে।
সম্পাদক সাজেদুর রহমান বলেন প্রকৌশলীরা শুধু তাদের গতানুগতিক কাজের মধ্যেই নেই মানবিক কার্যক্রমের দিক দিয়েও তারা এগিয়ে, সহ-সভাপতি জানান প্রকৌশলীদের ঐক্য আরোও জোরদার করতে হবে তবেই তারা তাদের নায্য অধিকার ফিরে পাবে।
সভা শেষে আইইবি নওগাঁ উপকেন্দ্রের পক্ষ থেকে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এর জন্মদিন উপলক্ষে কেক কেটে এবং তার দীর্ঘায়ু কামনা করে সভা সমাপ্ত করা হয়।