নওগাঁয় ধূমপান করতে নিষেধ করায় পিটিয়ে হত্যা

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি



নওগাঁর আত্রাই ধূমপান করতে নিষেধ করায় নবির উদ্দিন সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিষা ইউনিয়নের দর্শনা গ্রামের এক ধান খেতে একই গ্রামের যুবক রাসেল (৩০) এ ঘটনা ঘটায়। এরপর থেকে ওই যুবক পলাতক রয়েছে।
নিহত নবির উদ্দিন ওই গ্রামের মৃত খয়ের আলী সরদারের ছেলে। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, একই গ্রামের জনৈক আবদুল কুদ্দুসের ছেলে রাসেল দুপুর দেড়টার দিকে ধান খেতে কাজ করার সময় নবির উদ্দিনের সামনে ধুমপান শুরু করে। ধুমপান করতে নিষেধ করলে রাসেল ক্ষিপ্ত হয়ে নবির উদ্দিনকে মারধর শুরু করে। একপর্যায় নবির উদ্দিন ধান খেতে পড়ে গেলে রাসেল ধান খেতের কাদায় তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ