সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার সিমুলিয়া গ্রামের সরদার পাড়ায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বাবা ও ছেলের মারামারির ঘটনায় দুইজনেরই মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে পুলিশ ঘটনাস্থল থেকে পিতা তাজিম উদ্দিন সরদারের লাশ উদ্ধার করেছে। আর মারাত্মক আহত আশরাফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই এক এক পর্যায়ে আশরাফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে একটি ধারালো বটি দিয়ে তার বাবা তাজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে এবং ধারালো বটি নিয়ে বাড়ির অন্য সদস্যদের মারতে ধাওয়া করে। এসময় বাড়ির অন্য সদস্যরা মিলে একটি শিল দিয়ে তার মাথায় আঘাত করলে আশরাফুল মারাত্মক আহত হয়। রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল ভোরে তাকে রামেক হাসপাতালে নেয়ার পথে মারা যায় আশরাফুল ইসলাম। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়ায় নেমে এসেছে। এ ব্যাপারে নিহত তাজিম উদ্দিনের স্ত্রী জামিনা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।