নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেন এমপি সেলিম

আপডেট: নভেম্বর ২৮, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ফিরে এমপি সেলিমের গ্রমের বাড়ীর সামনে খলিয়ানে হাজারো নেতাকর্মীর দাবিতে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেন তিনি। এ সময় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নওগাঁ জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, সাবেক মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফটিক চন্দ্র ভট্টাচার্য, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, বদলগাছী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ জেলা পরিষদ সদস্য রাহেলা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেরাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবনাথ মিশ্র। এ সময় এমপি সেলিম বলেন, মহাদেবপুর-বদলগাছী উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেন। এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এ আসন থেকে দুইবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিন্দ্বন্দিতা করে এ আসন থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তী ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দিতা করে এমপি নির্বাচিত হন। আগামী নির্বাচনে আবারও নওগাঁ-৩ মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় বিপুল ভোটে জয়লাভ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version