বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টে বালক একক ৪টি ও বালিকা একক ২টি খেলা এবং বালক দ্বৈত ৪টি বালিকা দ্বৈত ২টিসহ মোট ১২টি মোট খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
নগরীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় চাইনার উজিআও চে চাইনার জিং ইয়াং কে ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করেন, ভারতের তানিশা কাশাপ চিনের জিয়াউই হু কে ৬-৪, ৭-৫ সেটে পরাজিত করেন, ভারতের কারান শ্রীভাস্তাভ ভারতের ঋিষিকৃষ্ণা আপ্যায়ন কে ৬-২, ৬-৪ সেটে পরাজিত করেন, ভারতের সিদ্ধার্ত ঠাকরান ইউএসের নিকি রেড্ডি কে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করেন, ভারতের রিসাভ সার্দা ইউএসের অর্জুন মারিয়াপ্পাকে ৩-৬, ৬-১, ৬-১ সেটে পরাজিত করেন, ভারতের মৃত্যঞ্জয় বাদোলা ভারতের অর্জুন চানাথিমিআহ হোনাপ্পা ৬-৪, ৬-১ সেটে, কোরিয়ার কিম ও লিং ভারতের প্রভাকর ও সুদানাকে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করেন।