নগরীতে আন্তর্জাতিক টেনিসের এককে বিদায় সাকিব ও ইসতিয়াক

আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১১:৫৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক
নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের একক পর্বে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাকিব ও ইসতিয়াক।
গতকাল বালক এককের খেলায় ভারতের করন প্রীভাস্তাভা ৬-০, ৬-০ সেটে বাংলাদেশের মো: সাকিবকে, ভারতের অর্জুন চান্নাথিমসিহা হোন্নাপা ৬-১, ৬-১ বাংলাদেশের মো: ইসতিয়াককে, ভারতে রিশিকৃষ্ণ অ্যায়াম্পন ৬-৪,২-৬, ৭-৬ (১) সেটেকোরিয়া ডাহেন কিম কে, চায়নার বয়ু চেন ৬-৩, ৬-৪, সেটে বাংলাদেশের মো: ইফতেখার শেখকে, ভারতের সিদ্ধার্ত ঠাকরান চায়নার গুয়াংসেন ওয়েনকে ৬-৩, ৬-০ সেটে, কোরিয়া কি বাম কিস ভারতের সারাং পাদনিসকে ৭-৬ (৫), ৩-৬, ৬-২ সেটে, আমেরিকার নিকিতা রেডি কোরিয়ার জাঙ্গা লীকে ৬-২, ৬-৩ সেটে, ভারতের প্রভাত বার্মা ভারতের প্রানাস বাবু ৬-১, ৭-৫, সেটে, চায়নার ওয়েন লিজ ভারতের শর্মা ভিনাকে ৬-১,৬-২ সেটে পরাজিত করেছে।
বালক দ্বৈত খেলায় চায়নার ওয়ান সাং ওয়েন ও জাং সাং ওয়েন এবং বাংলাদেশে মো: ইমন ও মো: সাকিব কে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করে  বালক এককে দ্বিতীয় রাউন্ডের উত্তীর্ন হয়েছেন।