বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তার আলীর বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় মুক্তার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে একটি রান্নাঘর ও একটি শোয়ার ঘর পুড়ে গেছে। বেশকিছু আসবাবপত্রও নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে দাবি করেছেন বাড়ির মালিক মুক্তার আলী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, সকালে রান্না করে বাড়ির সবাই বাইরে চলে যান। একপর্যায়ে চুলোর আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। পরে তা শোয়ার ঘর পর্যন্ত চলে যায়।
এ সময় পথচারিরা ধোঁয়া দেখে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।