রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জন মাদকদ্রব্য, ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মহানগর পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের বোয়ালিয়া মডেল থানা পুলিশ নবাব আলীকে ১৫ পিচ ইয়াবা, রাজপাড়া থানা পুলিশ মিজানুর কবির সান (২৯) ১১ পিচ ইয়াবা, মতিহার থানা পুলিশ আরিফুল ইসলাম আরিফ (৪৩) ৭ পিচ ইয়াবা, ডিবি পুলিশ নুর নবী (২৬) ১৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়।