নগরীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের মোড় থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত ব্যক্তি মো: বাবু (২৭) নগরীর ভাটাপাড়া আপেল ডেকোরেটর মোড়ের মো. মোজাম্মেল হকের ছেলে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১২ টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আপেল ডেকোরেটর মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুকে গ্রেফতার করে।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ