রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
জুনিয়র টেনিস খেলোয়াড়দের সাথে কোচসহ কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের উদ্যোগে ও অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপি টেনিস ট্রেনিং পোগ্রাম শুরু হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার (৩০ জানুয়ারি) অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টেনিস ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের ভাইস চেয়ারম্যান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা দুলু, ভাইস চেয়ারম্যান হাসিনুর রহমান টিংকু, মো. খসরু, যুগ্ম সম্পাদক কায়সান আহমেদ, মাহমুদুল হক রোকন উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
উল্লেখ্য, টেনিস ট্রেনিং প্রোগ্রামটিতে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের প্রায় ৭০ জন জুনিয়র খেলোয়াড় অংশগ্রহণ করেন। টেনিস ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করেন চায়নার ইউএসপিটিএ ও পিটিআর সার্টিফাইড টেনিস কোচ সুকুমার রয়, সাবেক ডেভিস কাপ প্লেয়ার ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের ডেভলপমেন্ড সেক্রেটারী শেখ মঈনউদ্দিন ওয়ালী উল্লাহ ঝিলান এবং বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের কোষাধ্যক্ষ মুয়াম্মার আহমদ।