রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে পুলিশের অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। এইসময় আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর চারটি থানা ও ডিবি পুলিশ এ অভিযান চালায়।
নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা দুই জন ও ডিবি পুলিশ একজনকে আটক করে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও ১৬ জনকে অন্যান্য অপরাধে আটক।
ইফতে খায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মো. নয়নের (২৩) কাছ থেকে ২৯ পিস ইয়াবা, বোরহান আহম্মেদের (২৩) কাছ থেকে ২৩ পিস ইয়াবা ও তপন আলীর (৩৩) কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। রাজপাড়া থানা পুলিশ ইয়াকুব আলীর (৪০) কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও ডিবি পুলিশ ফেরদৌসি বেগমের (৩৫) কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।