সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস,রাজশাহীর ব্যবস্থাপনায় রাজশাহী জেলা হকি সমিতির সহযোগিতায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপি মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব-১৬ বালিকাদের নিয়ে প্রমীলা হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় শীতলক্ষা নদী দল পদ্মা নদী দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.টি.এম গোলাম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খায়রুল আলম ফরহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদন্নবী অনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।