নগরীতে প্রায় ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: জানুয়ারি ৮, ২০২৩, ১১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০.৯ কেজি গাঁজাসহ উত্তম কুমার সূত্রধর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। রোববার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১টি মোবাইল, ০২টি সিমকার্ড ও ১টি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উত্তম কুমার সূত্রধর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর বাজার গ্রামের হরিদাস সুত্রধরে ছেলে। বর্তমান ঠিকানা নরসিংদী সদর থানার হাজিপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে।
র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে একজন মাদক ব্যবসায়ী হনিফ এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী পরিবহন ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জগামী পরিবহনে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বানেশ্বর হয়ে রাজশাহীর দিকে আসছে। এর ভিত্তিতে রোববার (৮ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড সংলগ্ন রেলওয়ে স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালীন সকাল ১০টা ৫০ মিনিটে ১টি হনিফ এন্টারপ্রাইজ নামের চেয়ার কোচ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫৮২৯৭ পরিবহণটি ঘটনাস্থল পাঁকা রাস্তার উপর চেকপোস্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা ই-৪ আসনধারী একজন ব্যক্তি কোচের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে উল্লিখিত ব্যক্তিকে বাসের ভিতরেই আটক করে। আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ