সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিনোদপুর বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় ডাবলু মাংস ঘরকে এক হাজার টাকা, রাজ্জাক মুরগির দোকানের মালিককে এক হাজার টাকা এবং জালাল মুরগির দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মিঠাই বাজারকে একই অপরাধে আরও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলবে।