সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতার আসামিরা হলো- এনায়েত হোসেন (২৬), সাব্বির হোসেন (২১), সোহাগ আলী (২১), রবিন হোসেন (২২) ও সোহাগ হোসেন (২১)। তারা সকলেই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্ত সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মে) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।