শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরী’র কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রঞ্জু হক (৪০) ও মো: হাফিজুর রহমান (৩২)। রঞ্জু রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়ার মৃতহ সামসুল হকের ছেলে ও হাফিজুর রহমান দামকুড়া থানার গোবিন্দপুর শিতলাই গ্রামের মো: হেল্লাল শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়া এলাকায় একটি লিচু বাগানে গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সোমবার রাত সাড়ে ৮ টায় থানার কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করে আসামি রঞ্জু ও হাফিজুরকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।