শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাস্কফোর্স কমিটি তদারকি শুরু করেছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত সাহেববাজার মাস্টারপাড়া ও কাদিরগঞ্জ এলাকার চালের আড়তে সরেজমিনে পরিদর্শন করে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করে বিশেষ টাস্কফোর্স। এসময় চাল, আলু, পেঁয়াজ, মরিচ ও সবজি নিত্যপণ্যের ওপর এই মনিটরিং কার্যক্রম চালানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক আবদুর রহিম, জেলা প্রশিক্ষণ অফিসার ফজলুল হক, জেলা বাজার কর্মকর্তা মনোয়ার হোসেন, ক্যাব রাজশাহী জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন ও ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মাসুম আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের আহমেদ বলেন, আমরা পাইকারি বাজার ও আড়ত সরেজমিনে পরিদর্শন করছি, প্রতিটি ব্যবসায়ীকে নির্দেশনা দেওয়া হচ্ছে তারা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখে এবং সহনীয় লাভ করে। ব্যবসায়ীরা নিয়ম মেনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা নিয়মিত বাজার তদারকি করবো।