সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা গ্রামের মরহুম জুবের আলী বিশ্বাসের ২য় পুত্র ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ যোবদুল হক মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে আর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যক্ষ জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে ও মেয়ের সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক মাত্র মেয়ে সৈয়দা বদরুন্নেসা অধ্যাপক হিসেবে রাজশাহী বরেন্দ্র কলেজ কর্মরত রয়েছেন।
অধ্যক্ষ যোবদুল হকের মৃত্যুতে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হোদা অলক, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম নয়ন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন।
তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে রাজশাহীতে আসর নামাজের পর, এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ এশা অনুষ্ঠিত হবে তার পৈতৃক নিবাস চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়লা ভাঙা গ্রামে অনুষ্ঠিত হবে ।