সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নেজামপুর ইউপির মরাফেলা গ্রামে স্থানীয় কৃষকের অংশগ্রহণে এ কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
কৃষাক আমেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিনা ময়মনসিংহের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. স্নীগ্ধা রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জের এবিএম, শফিউল আলম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা (বিনা) ময়মনসিংহ ফেরদৌসি বেগম, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পাসের প্রভাষক শাহিনুর রহমান, বৈজ্ঞানিক সহকারী-১(বিনা) চাঁপাইনবাবগঞ্জ সিফাত আরা, উদ্যাণতত্ব প্রশিক্ষক চাঁপাইনবাবগঞ্জ জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইউসুফ আলী, রবিউল ইসলাম, গোলাম মর্তুজা ও মানিরুল ইসলাম। এদিন বিকেল সাড়ে ৩টায় উপজেলার চৌপুকুরীয়া গ্রামে কৃষক মাইনুল ইসলামের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে বিনা মুসুর-৮ ও বিনা মুসুর-৫ এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।