নাটোরের স্কুল ছাত্রী অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরের শিশু অপহরণ মামলায় এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক (জেলা ও দায়রা জজ )মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

সাজা প্রাপ্ত ব্যাক্তি জেলার সিংড়া উপজেলার সোহাগ বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আরিফ (২৫)। মামলা সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার সোহাগবাড়ী গ্রামের নবম শ্রেণির স্কুল ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে সাজাপ্রাপ্ত আরিফ প্রায়ই উত্তপ্ত করত। বিষয়টি আরিফের বাবা আব্দুর রশিদকে জানালে আরিফ ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই একপর্যায়ে ২০১৬ সালের ২৪ মে আসামি আরিফ ও তার দুই /তিন জন সঙ্গী মিলে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আরিফ ও তার বাবা আব্দুর রশিদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর মামলাটি শুনানি শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেন নাটোর জজ কোর্টের এসপিপি আনিসুর রহমান।