নাটোরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রতিবাদ সমাবেশ

আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ


নাটোর অফিস
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে নাটোরে কর্মরত  কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার সকালে শহরের এনএস সরকারি কলেজের সামনে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নাটোর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা সড়কের ওপর অবস্থান নিয়ে এ প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নাটোর অঞ্চলের উপপরিচালক আবদুল মালেক, ইনচার্জ রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিডিবিএফ এর অগ্রযাত্রায় অংশ নিচ্ছেন। ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল এই সংস্থার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৯ জুলাই পিডিবিএফ এর ‘এগিয়ে চলার এক যুগ’ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তারা তাদের সংস্থা নিয়ে অপ্রচার ও পরিচালকের বিরুদ্ধে মিথ্যচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।