রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের নোভা আক্তার (৮) ও সম্রাট (৭) নামে ভাই-বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর বড়গাছা জলারপাড় মহল্লায় এ ঘটনা ঘটে। তারা উত্তর বড়গাছা জলারপাড় এলাকার শিমুল হোসেনের সন্তান ।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ এ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন । বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাসায় খেলাধুলা করছিল ওই দুই ভাই বোন। মা রিতা বেগম রান্না শেষে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে । পরে দুপুরে তাদের সন্ধানের জন্য শহরে মাইকিং করা হয়। পরে বিকাল ৫ টার দিকে বাসার পাশের ডোবা থেকে প্রতিবেশীরা এসে তাদের লাশ উদ্ধার করে বলে জানা গেছে। এদিকে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।