শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে পৌর এলাকার দূর্গা মন্দির কমিটির সাথে পৌর প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে নাটোর পৌরসভার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক ও নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমানের সভাপত্বিতে এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও প্রবীন আইনজীবি প্রসাদ তালুকদার বাচ্চা, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী ও রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সহ-সভপতি এ্যাড. খগেন্দ্র নাথ রায় প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রধান রবিউল ইসলাম,নির্বাহী প্রকৌশলী আব্দুল মারেক, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি রফিক আহমদ বাবন, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এসএম কামাল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক সুফি সান্টুসহ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা-২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে পূজা উদযাপন কমিটির এবং সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন পর্যায়ের গন্যমান্য বক্তি উপস্থিত ছিলেন। পরে পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ৪৮টি দূর্গা মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের মধ্যে ১লক্ষ ৯২হাজার টাকা নগদ প্রদান করা হয়।