শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেনতা বৃদ্ধি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নাটোর সরকারি বালক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন স্কুলের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন।
এডিডি ইন্টারন্যাশনালের আয়োজনে ও কমিউনিটি বেসড মেন্টাল হেল্থ প্রকল্পের আওতায় এবং সিবিএম’র আর্থিক সহায়তায় এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এডিডি ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী মারুফা বেগম, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিনসহ অন্যরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধির প্রবণতা রোধ, মানসিক চাপ প্রয়োগসহ নানা বিষয়ে প্রতিরোধে সচেতন করা হয়। অনুষ্ঠানে স্কুলের অন্তত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।