সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সঙ্গে মানষিক স্বাস্থ্য ওয়ারিয়েন্টেশন ও তথ্য সরবরাহ বিষয়ে এডিডির এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাতেন ভূইয়াঁ, লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মনিরুল ইসলাম, এডিডি নাটোর জেলা শাখার সমন্বয়কারী মারুফা বেগমসহ অন্যরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লক্ষিপুর জাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নাজিম উদ্দিন। এসময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও তথ্য সরবরাহ বিষয়ে আলোচনা করা হয়।