নাটোর মহিলা পরিষদের মানববন্ধন কর্মসুচির পালন

আপডেট: নভেম্বর ২৬, ২০২২, ২:৫১ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে নাটোর মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০ টার দিকে শহরের কানাইখালি স্টেডিয়ামের সামনে এক মানববন্ধন কর্মসূচির পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গত ২৫ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেয় সংগঠনটি।

এ মানববন্ধনে বক্তব্য দেন, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক উম্মে খায়রুন্নাহার বিজলী, সহ- সাধারণ সম্পাদক শাহনাজ আফরোজ শিল্পী, মানবাধিকার সংস্তৃতি সংস্থার সভাপতি প্রভাতি বসাকসহ নারী নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি মহিলা পরিষদও কাজ করছে। তবে, এই লক্ষ্য অর্জনের জন্য নারী আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনকেও জোরদার করতে হবে। তিনি এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো সংবেদনশীল ভূমিকা রাখার আহŸান জানান।