শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আজ আন্তর্জাতিক নারী দিবস।এই উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আপন আলোয়’।
আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ্য করে আজ বুধবার বিকেল ৫টা ২৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আপন আলোয়’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদা কে. চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা; এবং ফারজানা ইসলাম, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের ঐতিহাসিক পেক্ষাপট, আমাদের সমাজে নারী এবং বৈশ্বিক তুলনা, সাহিত্য ও শিল্পে নারীর অবদান, একজন মা হিসেবে নারীর ভুমিকা, অর্থনীতিতে নারীর অবদান এবং বিশ্ববিদ্যালয়ে নারীর স্বকীয়তাসহ নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে অনুষ্ঠানে অতিথিরা উপস্থাপকের সাথে কথা বলেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিনাত জাহান মুন্নী।