রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে ভিড়

আপডেট: মার্চ ১১, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রমজানের আগের দিন রাজশাহীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার (১১ মার্চ) বিকেলে বাজারে সাহরী ও ইফতার সামগ্রী কিনতে ক্রেতাদের ভিড় ছিল বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুধু সাহেব বাজার নয়, একই অবস্থা পাড়া-মহল্লার ছোট বড় মুদি দোকানগুলোতে। ক্রেতাদের হাতে থাকা নিত্যপণ্যের তালিকায় ছিল ছোলা, মুড়ি, খেজুর, ডাল, চিনি ইত্যাদি।
ক্রেতা নুরুল ইসলাম বলেন, রোজা শুরু হচ্ছে। রোজা রেখে বাজার করতে আসা কষ্টকর মনে হয়। তাই আগেভাগেই প্রয়োজনীয় নিত্যপণ্য কিনে নিচ্ছি। এরমধ্যে যদি কোন জিনিস ফুরিয়ে যায় তাহলে স্থানীয় দোকান থেকে কিনে নেব।

অপর ক্রেতা সিরাজুল ইসলাম বলেন, রোজা উপলক্ষে বাজার করছেন তিনি। নিত্যপণ্যের দাম স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে তার কাছে। কোনো কারণ ছাড়াই বেশ কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে। এটা ব্যবসায়ীদের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের মত সাধারণ ক্রেতারা এইভাবে পণ্য কিনে অভ্যস্ত হয়েছি। তবে উপার্জনের দিকে তাকালে জিনিস কিনতে কষ্ট হয়। তার বাজার মনিটরিং দরকার।

তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অতিরিক্ত রাখা হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন, সরবারহ কম। চাহিদা মত পণ্য তারা পাচ্ছে না। আর পেলেও তাদের বেশি টাকায় কিনতে হচ্ছে।
নিত্যপণ্য ছাড়া ইফতারের উপকরণ- মুড়ি ও খেজুরের বাজারেও ক্রেতাদের বেশ উপস্থিতি দেখা গেছে। খেজুর বিক্রেতা রাকিব হোসেন বলেন, সারাবছর খেজুরের তেমন চাহিদা না থাকলেও রোজা এলে চাহিদা বারে। ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের খেজুর বিক্রি করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version