শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্থানীয় বিএনপির নেতারা। বন্যা দূর্গতদের সাহায্যে এগিয়ে আসা এবং কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে নওগাঁ-১ আসনের বিএনপির সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকীর সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছি। প্রতিষ্ঠা বার্ষিকীতে যে অর্থ খরচের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেই অর্থ বর্নাত্যদের সহায়তায় দেওয়া হবে।
একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, যেহেতু দেশে বর্নাত্যদের সহযোগিতায় সকলেই এগিয়ে আসছে, তাছাড়া কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মেনেই আমরাও প্রতিষ্ঠা বার্ষিকীর অর্থ ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে অবশ্যই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।