শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে র্যাব-৫ এর অভিযানে ১টি দেশীয় পিস্তল ও ২টি ওয়ান সুটারগানসহ ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার (১০ জুলাই) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকার মসুদ্দির মোড় এ অভিযান চালায় র্যাব-৫। এ ঘটনায় জড়িত মাসুদ রানা লিটন(৪৮) নামের ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মাসুদ রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার তালাইমারী এলাকার মৃত আমজাদ তালুকদারের ছেলে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয় র্যাব-৫ পক্ষ থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ।
এজাহার সূত্রে জানা গেছে, র্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনার জন্য নাচোল উপজেলায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা মোড় থেকে অটোভ্যানযোগে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে ১ ব্যক্তি নওগাঁর পথে রওনা দিয়েছেন।
তথ্য অনুযায়ী চৌরাপাড়া মসুদ্দির মোড়ে চেকপোস্ট পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অটোভ্যান থেকে ১ ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র্যাবের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তার দেহের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বের করে দেন।
ওসি মোহাম্মদ আল মাহমুদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।