নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : জামায়াতের আমীর

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


বর্তমান সরকারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, পুলিশ শ্রমিক-জনগণের টাকায় চলে। কিন্তু সেই দলীয় পুলিশ জনগণের ওপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। যা কখনই কাম্য নয়। এটি ইতিহাসে জঘন্যতম কাজ।



শুক্রবার সকাল ৯টার দিকে নগরীর কোর্র্ট ঢালুর মোড় আয়াত রেস্টুরেন্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের শাসন আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকদের বসিয়েছে। তাই সেসব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার আমীর ড. মাওলানা কেরামত আলী।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া। বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, হড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন সরকার, পরিবহন সভাপতি কুতুব উদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ