পণ্ডিত অনুপকুমার দাসের প্রয়াণ দিবস আজ

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


পণ্ডিত অনুপকুমার দাসের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। অসংখ্য ভক্তকুলকে কাঁদিয়ে ২০১২ সালের ১৮ জানুয়ারি তিনি মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। সঙ্গীত শিক্ষা ভবনের পরিচালক ও গুণিশিল্পী ওস্তাদ অনুপকুমার দাস রাজশাহীর সঙ্গীত জগতের খুবই পরিচিত একটি নাম।

জীবিতকালে তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর কন্ঠশিল্পী ও উপমুখ্য সংগীত প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একাধারে তবলাবাদন, উচ্চাঙ্গ সঙ্গীত, কি-বোর্ড, অ্যার্কোডিয়ানসহ সব দেশীয় সংগীত বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন। বাংলাদেশে অসংখ্য গানের সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।