বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন। শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ মন্দির কর্তৃপক্ষের নিকট অনুদান প্রদান করেন ইউএনও।
পরিদর্শন শেষে পূজা মণ্ডপের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার জানান, এবারে উপজেলার ৮২ টি মন্দিরে হিন্দু সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, ট্যাগ অফিসার ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পুলিশও।