পত্নীতলায় পৌর কাউন্সিলরের লাশ উদ্ধার

আপডেট: জুলাই ১৪, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিতু (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও আওয়ামীলীগ নেতাদের মতে, এটি একটি রহস্যজনক মৃত্যু।

পত্নীতলা থানা ওসি মোজাফফর হোসেন বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে রোববার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের শালিগ্রাম এলাকার বুড়িদহ বিলের পানি থেকে মিতুর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।

পুলিশ ও পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, মাদকাসক্ত হওয়ার কারণে নেশার ঘোরে পানিতে পড়ে মৃত্যু হয় মিতুর।
ওসি আরো জানান, মিতুর মরদেহে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই।

মরদেহ নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য ও মৃত্যুরহস্য জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে থানায় একটি মামলা হবে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ