শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপি’র আহবায়কের দায়িত্ব পাওয়ায় আক্কাস আলী মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে সাবেক এমপি বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খাঁন জোহা, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, থানা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুল হক, যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান দুলাল, সাবেক ইউ চেয়ারম্যান নওশেদ আলী, মাটিন্দর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মজিদ, নজিপুর পৌর বিএনপির দপ্তর সম্পাদক এ.জেড মিজান, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, পত্নীতলা থানা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, যুগ্ন আহবায়ক শাহির হোসেন শিপু, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের প্রমূখ।