বাঘায় পদ্মার চরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আপডেট: মে ৫, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে রাজশাহীর বাঘায় পদ্মার চরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। রোববার (৫ মে) সকাল ৯টায় উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

পদ্মার চরে নামাজের ইমামতি ও দোয়া প্রার্থনা করেন চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুল কালাম আজাদ। এতে অংশগ্রহণ করে চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বাবলু দেওয়ানসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মুসল্লিগণ।

উল্লেখ্য, প্রায় একমাস যাবত বৃষ্টির দেখা নেই। নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপ, সেচ পাম্প হ্যান্ড টিউবয়েলে টিউবয়েলের পানি উঠছে না। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে মুসল্লিরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে নামাজ শেষে দোয়া প্রার্থনার আয়োজন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version