পদ্মা তীরবর্তী সড়কে ধস আতঙ্কিত এলাকাবাসী

আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ


বুলবুল হাবিব
নগরীর সেখেরচক বিহারীবাগান এলাকায় পদ্মা তীরবর্তী সড়কে ধস নেমেছে। ধসে প্রায় ২০০ মিটার সড়ক মূল সড়ক থেকে ছয় হাতের মতো নিচু হয়ে দেবে গেছে। এর ফলে সড়কের ধার ঘেঁষে নির্মিত ২০টি বাড়ির ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা রয়েছে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার। এলাকাবাসী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বন্যার পানি বা ব্লক সরে যাওয়ার জন্য সড়কের ধস নামে নি। সড়কের নিচে থাকা আর্বজনা পচে গিয়ে ধস নামতে পারে। সিটি করপোরেশন বলছে, বন্যার পানি নেমে যাওয়ার কারণেই ধস নেমেছে। কারণ মাটির ওপর রোলার দিয়ে তারপর সড়ক নির্মাণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২০০ মিটার সড়কে ধস নেমে মূল সড়ক থেকে ছয় হাতের মতো দেবে গেছে। এতে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও দশটি বাড়ি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সড়কের স্থানে স্থানে দেখা দিয়েছে ফাটল। দেবে যাওয়া অংশ ছাড়াও মূল সড়কের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে ফাটল। এছাড়া সড়কের পাশের মাটিতেও দেখা দিয়েছে ফাটল। দুর্ঘটনা থেকে বাঁচাতে এলাকাবাসী নিজ উদ্যোগে সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছেন।
গতকাল এলাকাবাসীরা জানান, এক সপ্তা আগে থেকে ফাটল দেখা দেয়। প্রতিদিন ফাটল বাড়ার সঙ্গে সঙ্গে ধসও নামে। গতকাল ধস নামার পরিমাণ বেড়ে যায়। সিটি করপোরেশনের পানি নিষ্কাশনের ড্রেন না থাকলে এতক্ষণে বাড়িগুলো ভেঙে পড়ে যেত। এলাকাবাসী জানায়, গত বছরেই বর্ষার সময় পদ্মার তীর রক্ষার ব্লক ধসে নদীগর্ভে চলে গেছে। একটা ব্লকও নেই। এবছর বর্ষার সময় মূল সড়কে ফাটল থাকা সত্ত্বেও পাশ দিয়ে ফুটপাত নির্মাণ করা হয়েছে।
ধসের কারণে সড়কের ধার ঘেঁষে নির্মিত ইদরিস, কালাম, আলমগীর ও খোকনের বাড়ি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ওই এলাকার অন্য বাড়িগুলোও রয়েছে ঝুঁকির মধ্যে। আলমগীরের স্ত্রী সাজেদা বলেন, ‘শুধুমাত্র ড্রেনের কারণে এখনো বাড়িগুলো টিকে আছে। কখন ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। রাতে ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখছি।’
বিহারীবাগানের একটু ভেতরে বাড়ি মনিরা বেগমের। তিনি বলেন, সড়কের ধার ছাড়া ভেতরের বাড়ির মধ্যেও দেখা দিয়েছে ফাটল। প্রতিটি মিনিটে যেভাবে সড়কে ফাটল দেখা দিচ্ছে তাতে যেকোনো সময় বাড়িগুলোও ভেঙে পড়বে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে ইদরিসের বাড়ি। ইদরিস বলেন, ‘ভয়ে আমরা ওয়াসার পানি ব্যবহার করতে পারছি না। লাইন বন্ধ করে দিয়েছি। ব্যবহৃত পানি সড়কে মিশে যদি আরো ধস বাড়িয়ে দেয়Ñএই আশঙ্কায় পানি ব্যবহার করছি না। আতঙ্কে রাতে ঠিকমত ঘুমাতেও পারছি না।’
ইদরিসের ছেলে কাওসার বলেন, গতবছর এই এলাকা থেকে পাড়ের ব্লক সরে গেছে। এরপর আর ব্লক বসানো হয় নি। এবছর ফুটপাত নির্মাণ করার সময় মূল সড়কে ফাটল ছিল। কিন্তু তা মেরামত না করেই পাশে ফুটপাত নির্মাণ করা হয়েছে। ধস নামার পরও সরকারি কোনো প্রতিষ্ঠান সহযোগিতায় এগিয়ে আসে নি। ধসে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে। আর ভেঙে আমাদের বাড়ির ওপর পড়বে। বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয় নি। পানি উন্নয়ন বোর্ড, সিটি করপোরেশনকে বার বার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ধস নামা বন্ধ করা না গেলে এলাকার বাড়িঘরও ভেঙে পড়বে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, সড়ক ধসের জন্য পানি উন্নয়ন বোর্ডের সেকশনের কোনো ত্রুটি এখন পর্যন্ত পাওয়া যায় নি। বন্যার পানি বা ব্লক সরে যাওয়ার জন্য যে ত্রুটি দেখা দিতে পারে তা পাওয়া যায় নি। ওই এলাকার ব্লকগুলো ঠিকমত রয়েছে। তাতে কোনো ধরনের ফাটল ধরে নি। তবে আমরা ধারণা করছি, সড়কটির নিচ থেকে বর্জ্য পচে ধস নামতে পারে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, তিন বছর আগে ওই এলাকায় সড়কটি নির্মাণ করা হয়েছে। তখন মাটিতে কোনো সমস্যা ছিল না। রোলার দিয়ে ভালোভাবে মাটি মজবুত করে তারপর সড়ক নির্মাণ করা হয়েছে। আর বাংলাদেশের বেশিরভাগ সড়ক আর্বজনার ওপর নির্মিত। ফলে নিচে আবর্জনার থাকলেও সড়ক দেবে যাবে বিষয়টা এমন না। ওই এলাকায় মাটির ইরোসনের কারণে সড়কটি দেবে যেতে পারে। বন্যার পর এই ইরোসন দেখা দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ