রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
পবায় উপজেলা দলিল লেখক সমিতির নতুন সদস্যদের যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর এক অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।পবা উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক মনিরুজ্জামান দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক।
বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান সবুজ, সমিতির সাবেক কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন। এ অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন দলিল লেখক এই কমিটিতে যোগদান করেন।
পবা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফার রহমান তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম মডি ও পুঠিয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের।
পবা দলিল লেখক সমিতির আহবায়ক কমিটিতে ভর্তি ফি জমাদানের মাধ্যমে তাদেরকে সদস্যপদ দেয়া হয় এবং এ অনুষ্ঠানের মাধ্যমে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।