মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পবায় গর্ভবতী মায়ের অত্যাবশ্যাকীয় এএনসি ও পিএনসি সেবা মা ও শিশুর পুষ্টি বিষয়ে নব দম্পতিদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম। উল্লেখ্য, দায়িত্ব প্রাপ্ত সংস্থা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্থায়ী কমিটির উদ্যোগে গর্ভবতী মায়ের অত্যাবশ্যাকীয় এএনসি ও পিএনসি সেবা এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ে নবদম্পতিদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গর্ভবতীর মায়ের সেবা, মা ও শিশুদের পুষ্টি বিষয়ে নবদম্পতিদের মৌলিক প্রশিক্ষণে মোট ৮০ জন দম্পতি অংশগ্রহণ করেন।