পবা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২০ প্রার্থী

আপডেট: মে ২, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


আগামী ২৯ মে পবা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ মে) উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থিদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২০ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন- বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, এ এস এম মোস্তাফিজুর রহমান, মো. ওয়াজেদ আলী খাঁন, মো. ফারুক হোসেন (ডাবলু), মো. সাইফুল বারী, মো. আব্দুর রহিম, ডেভিড রির্চাড মুর্মু ও মো. এমদাদুল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মোসা. আরজিয়া বেগম, মোসা. হাসিনা খাতুন, মোসা. চেনবানু ও মোসা. পলি খাতুন।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো. ফরিদুল ইসলাম রাজু, মো. শহিদুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নাজমুল ইসলাম, মো। রফিকুল ইসলাম, মো. সরওয়ারে আলম (মানিক), শ্রী প্রদীপ কুমার সাহা ও মো. আসাদুজ্জামান আসাদ।

উল্লেখ্য, পবা উপজেলার মোট সংখ্যা জনসংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৩৯৬ জন এবং মহিলা এক লাখ ৮২ হাজার ৪৬১ জন। গত ২ মে বৃহস্পতিবার অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল। রোববার (৫ মে) মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ। ০৬-০৮ মে সোমবার-বুধবার আপিল। ০৯-১১ মে বৃহস্পতিবার-শনিবার আপিল নিষ্পত্তি। রোববার (১২ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। সোমবার (১৩ মে) প্রতিক বরাদ্ধ। ২৯ মে বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন, ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version