পরিচয় মেলেনি, ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনকে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন

আপডেট: জুলাই ৯, ২০২৪, ২:১০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান, ময়নাতদন্তের পর সোমবার রাতেই রেলওয়ে করবরস্থানে তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

তবে ২৪ ঘণ্টা পার হলেও পিবিআই ও সিআইডির প্রযুক্তি দল এখনও পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেননি বলে জানান তিনি।
এসআই বলেন, “সোমবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঁচজনের মরদেহের ময়নাতদন্ত করা হয়।

পরে মরদেহগুলো নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
“পরে বাধ্য হয়েই লাশগুলো রেলস্টেশনের কাছে বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়৷ তাদের পরনের কাপড়, মুখের লালা এবং দাঁত সংগ্রহে রাখা হয়েছে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট করার জন্য।”

নিহতরা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কি-না এমন প্রশ্নে রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “ফরেনসিক রিপোর্ট এলেই তা বোঝা যাবে। এছাড়া পরিচয় শনাক্তের জন্য নরসিংদীসহ পাশের জেলায় আমাদের সদস্য এবং সাধারণ মানুষ কাজ করছেন।”

সোমবার সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে রায়পুরা উপজেলার খাকচক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে পাঁজজনের মৃত্যু হয়।
সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্ন-ভিন্ন অবস্থায় দেখা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ জেলা পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে যায়।

নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছেন, না-কি রেললাইনে বসা অবস্থায় কাটা পড়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসআই মো. জমির বলেন, “নিহত পাঁচজনের কারও ফিঙারের ছাপের সঙ্গে কোনো আইডি কার্ডের যোগসূত্র পাওয়া যায়নি।

“তারা উদ্বাস্তু ধরনের ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের বয়সও নিশ্চিত হওয়া যাচ্ছে না।”
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ