সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পাঁচবিবি সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবির মাস্টার মাইন্ড কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুলের ১৭ জন পিএসসি ও ২৫ জন জেএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি মো. আইনুল হক সভাপতিত্ব করেন। গতকাল সকাল ১০টায় পাঁচবিবির গোপালপুর এলাকার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন, প্রধান অতিথি পাঁচবিবি পৌর মেয়র মো. হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলটির অধ্যক্ষ রেজাউল করিম বাশার, উচাই বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ নওশাদ আলী প্রমুখ। বিদায় অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের অফিস সম্পাদক শাহাবুদ্দিনও উপস্থিত ছিলেন। বিদায় ছাত্র-ছাত্রীরা তাদের স্কুলে স্মৃতিচিহ্ন হিসেবে একটি আলমারি ও একটি ডিজিটাল ঘড়ি উপহার দেন।