ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীর ওপরে দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ অক্টোবর) সকালে ঈশ্বরদীর পাকশীতে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি। তিনি বলেন, এই সরকার আসার পর প্রথম আলোচনাতেই হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের বিষয়টি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।
রেল সচিব বলেন, রেলের অনুমোদিত লোকবল কাঠামোতে ৪৭ হাজার ৫০০ জন লোকবল থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ২২ হাজার। নতুন সরকার গঠনের পর এই অর্ধেক জনবল নিয়েই আমরা রেলকে সাজানোর চেষ্টা করে যাচ্ছি। ঈশ্বরদীতে সাম্প্রতিক সময়ে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা নিয়ে আন্দোলন ও ঈশ্বরদীবাসীর দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমি খোঁজ খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো আর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে লাভজনক করার জন্য সিরাজগঞ্জ স্টেশনের পরিবর্তে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে চলাচল করানো গেলে লাভজনক করা সম্ভব’-এটা আমরা বিবেচনায় নেব।
উল্লেখ্য, এর আগে তিনি ঈশ্বরদীতে দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড, রেলওয়ে ক্যারেজ, ঈশ্বরদী জংশন স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ে পশ্চিমাঞ্চল রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসময় পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ্ ভূঁইয়া, প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ্ সূফি নূর মোহাম্মদ, ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, ঈশ্বরদী জংসন স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।